Header Ads Widget

WALL MAGAZINE NAME


 কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের হামলায় প্রাণ হারানো সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ারের (নির্জন) পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বেলা ১১টার দিকে তারেক রহমানের পক্ষে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল ওই সেনা কর্মকর্তার বাড়িতে যায়।

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা গ্রামের বাড়িতে গিয়ে প্রতিনিধিদলে থাকা ব্যক্তিরা তানজিম সারোয়ারের বাবা, মা, বোনসহ স্বজনদের সান্ত্বনা দেন। পরে তাঁরা লেফটেন্যান্ট তানজিমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।

Post a Comment

0 Comments