Header Ads Widget

WALL MAGAZINE NAME

জয়সোয়ালের পাগলাটে দৌড়ের পর কোহলির ‘আত্মহত্যা’

 



ভারতের ইনিংসে ৪১তম ওভার। স্কট বোল্যান্ডের করা ওভারটির পঞ্চম বলে কাট শটে চার মারলেন যশস্বী জয়সোয়াল। ভারতের রান স্পর্শ করল দেড় শ রানের ঘর, বিরাট কোহলির সঙ্গে জয়সোয়ালের জুটিও গড়াল এক শ রানে। উইকেটে থিতু হয়ে যাওয়া কোহলি ব্যাট করছেন স্বচ্ছন্দে, সেঞ্চুরির সম্ভাবনা জাগানো জয়সোয়ালের ব্যাটেও আত্মবিশ্বাসের ছাপ। দুজনের দুর্দান্ত জুটি কত বড় হয়, সেটিই দেখার অপেক্ষায় ভারতীয় দর্শক।

কিন্তু আচমকাই যেন ভূকম্পনে ভেঙে পড়ল সব। অনসাইডে শট খেলে আগপিছ চিন্তা না করে পাগলাটে এক দৌড় দিলেন জয়সোয়াল। অফ স্টাম্পের বাইরের ‘নিরীহ’ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিলেন কোহলি। মাত্র ৮ বলের মধ্যে দুজনই আউট!

মেলবোর্ন টেস্টে দ্বিতীয় দিনের শেষ বিকেলে জয়সোয়াল–কোহলির এই ‘আত্মহত্যা’তেই এলোমেলো ভারতের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৪৭৪ রানে অলআউট করা ভারত দিন শেষ করেছে ৫ উইকেটে ১৬৪ রানে। এখনো পিছিয়ে ৩১০ রানে

দিনের শেষ আধা ঘণ্টায় খেলার মোড় ঘুরে যাওয়ার মূলে জয়সোয়ালের রানআউট। বোল্যান্ডকে চার মেরে জুটির শতরান পূর্তির পরের বলেই ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে চেয়েছেন এই ওপেনার।

অফ স্টাম্পের বল অনসাইডে খেলে ননস্ট্রাইকের দিকে দৌড় দেন জয়সোয়াল। অপর প্রান্তে থাকা কোহলি বলের দিকে তাকিয়ে থাকতে থাকতেই জয়সোয়াল পিচের অর্ধেক পেরিয়ে যান। বল সোজাসুজি যাঁর কাছে গেছে, সেই প্যাট কামিন্স সুযোগ নিতে দেরি করেননি। সরাসরি থ্রোতে স্ট্রাইক এন্ডের স্টাম্প ভাঙতে পারেননি, তবে উইকেটকিপার অ্যালেক্স ক্যারি বল হাতে নিয়ে রানআউট করার সময় পেয়েছেন যথেষ্টই।

জয়সোয়ালের ১১ চার আর ১ ছক্কায় খেলা ১১৮ বলে ৮২ রানের ইনিংসটি থামল অস্ট্রেলিয়ানদের হঠাৎ পাওয়া সাফল্যের উল্লাস আর বাকিদের হতবাক করে দিয়ে

Post a Comment

0 Comments